মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের ভেদরগঞ্জ পৌরসভায় অনলাইনে আবেদন চলছে। গর্ভবতী মহিলাদের নিম্নোক্ত শর্তাবলীসহ প্রযোজনী কাগজপত্র নিয়ে পৌরসভায় যোগাযোগ করার জন্য বলা হলো।
শর্তাবলী: ১।৪-৬ মাসের গর্ভবতী যারা তারা ভাতাভোগী হিসেবে ডাটা এন্ট্রি করতে পারবে।, ২। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা/ পরিবার পরিকল্পনা দপ্তর কতৃক এ. এন. সি কার্ড (এন্টি নেটাল কেয়ার কার্ড) পর্যবেক্ষণ করবেন।
প্রয়োজনীয় কাগজপত্র। ১। জাতীয় পরিচয় পত্র, ২। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা/ পরিবার পরিকল্পনা দপ্তর কতৃক এ. এন. সি কার্ড (এন্টি নেটাল কেয়ার কার্ড)-এর ফটোকপি, ৩। ২ কপি ছবি, ৪। একটা ব্যক্তিগত হিসাব নম্বর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস